চুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাটাইল উপজেলা ধীন দিগড় ইউনিয়নের কাশতলা মৌজার চুংলীপাড়া অবস্থিত। এই বিদ্যালয় টি কাশতলা চুংলীপাড়া ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ কর্তৃক প্রতিষ্টিত হয়। বিদ্যালয়ের সামনে দিয়ে একটি পাকা রাস্তা পূর্বদিকে চলে গিয়েছে। বিদ্যালয়ে একটি মসজিদ রয়েছে। প্রাকৃতিক পরিবেশে বৃক্ষরাজিতে সুশোভিত বিদ্যালয়ের সৌন্দর্য্য মনোরম।
চুংলীপাড়া ও এলাকার হিতৈষী ব্যাক্তিবর্গ এলাকায় জ্ঞানের শিখা প্রজ্জলল করার উদ্যোগ গ্রহণ করেন। তাদের প্রচেষ্ঠা ও সহযোগীতায় প্রাথমিক পর্যায়ে গ্রামের কচি কাঁচা শিশুদের নিয়ে বাঁশের চাটায়ের বেড়া ও ছনের ছাউনী সম্বলিত ছোট্ট ঘরে গ্রামের সচেতন ব্যক্তির পাঠদানের মধ্যদিয়ে হাতে খড়ি দেয়া শুরু হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠানকাল ১৯৩০ খ্রিষ্টাবদে।
ক্রমিক নং | নাম | পদবী |
1. | মোঃ শাহ আলম | সভাপতি |
2. | মোঃ দুলাল মিয়া | সহ সভাপতি |
3. | মোঃ মুক্তার আলী | সদস্য |
4. | মোঃ আজাহার আলী | সদস্য |
5. | মোঃ তুলা মন্ডল | সদস্য |
6. | মোঃ আবুল হোসেন | সদস্য |
7. | মোছাঃ মাজেদা বেগম | সদস্য |
8. | মোছাঃ শাহিদা বেগম | সদস্য |
9. | মোছাঃ তাসমিনা | সদস্য |
10. | নাছিমা খাতুন | শিক্ষক প্রতিনিধি |
11. | মোছাঃ হাসিনা | প্রধান শিক্ষিকা সদস্য সচিব |
২০০৯---------------------------১০০%
২০১০---------------------------১০০%
২০১১---------------------------১০০%
২০১২----------------------------৯৫%
২০১৩---------------------------১০০%
নাই
শতভাগ পাশের হার নারী শিক্ষার অগ্রগতি। শতভাগ ভর্তি, ঝরে পড়ার হার কমেছে।
শতভাগ পাশের হার নারী শিক্ষার অগ্রগতি। শতভাগ ভর্তি, ঝরে পড়ার হার কমেছে। নারী ক্ষমতায়নে কাজ করা।
হামিদপুর বাজার হতে প্রায় ১.৫ কিলোমিটার দুরে অবস্থিত। এখানে ভেন, রিক্সা, অটোরিক্সা, মটরসাইকেলের মাধ্যমে অত্র বিদ্যালয়ে আসা যায়।
মোটা মুটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস