ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
কেন্দ্রীয় প্রশাসন থেকে অনেক সময় তৃণমূল র্পায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কণ্যাণের জন্য পরিকল্পনা প্রনয়ন, বাসত্মবায়ন ও তদারকী যথাযথ ভাবে সম্ভব হয় না। তাই ইউনিয়ন পরিষদ পলস্নী এলাকার জনসাধারণের চাহিদা অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়নের সার্বিক দায়িত্ব পালন কওে থাকে। ইউনিয়ন পরিষদ সমূহ সুষ্ঠ ব্যবস্থাপনার লক্ষেয় সরকার কর্তৃক ঘোষিত কার্যাবলী, উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত দায়িত্বাবলী এবং বিভিন্ন আইনের অধীনে অর্পিত দায়িত্বাবলী পালন কওে থাকে। স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ ১৯৮৩ মোতবেক ইউনিয়ন পরিষদ যে সমসত্ম কার্যাবলী সম্পাদন কওে থাকে সেগুলিকে নিমণরম্নপ ৫ ভাগে বিভক্ত করা যায়ঃ
ক) পৌর কার্যাবলী।
খ) রাজস্ব সংক্রামত্ম কার্যাবলী।
গ) নিরাপত্তামূলক কার্যাবলী।
ঘ) উন্নয়নমূলক কার্যাবলী।
ঙ) বিবিধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস