কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়টি ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ মহসড়কের প্রান্ত ঘেষে ৭নং দিগড় ইউনিয়নের গারট্ট মৌজায় গারট্ট গ্রামের কদমতলী বাজার নামক স্থানে অবস্থিত।
বিদ্যালয়ের ইতিহাসঃ- মশাজান নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ হৈতষী দানবীর মরহুম আলহাজ্ব হাসান আলী সরকার তার জীবন মাটি না মরহুমা আলহাজ্ব সুন্দরন নেছা হাসান এর অনুপ্রেরনা সহচের্ষা এবং ৬নং দিঘলকান্দি ইউনিয়ন ও ৭ নং দিগড় ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গ এবং স্থানীয় গ্রাম বাসীর অনুপ্রেরনায় সহযোগীতায় এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক উদ্যোক্তায় রাজু সূয্যকান্ত সরকার, মোঃ নুরুল ইসলাম ( দেলখোশ), গৌতম কুমার সরকার, মোঃ হাতেম আলী সরকার, এই মহান বিধ্যা পিট প্রতিষ্ঠা করেন। দাতাঃ- সদস্য ১। মোঃ শামছুল হক সরকার, ২। মোঃ মফিজ উদ্দিন সরকার।
নিয়মিত।
২০১০------------------------------৮৮.৫০%
২০১১------------------------------৮২.৮২%
২০১২------------------------------৮৮.০০%
২০১৩-----------------------------৭৬.০০%
২০১৪-------------------------------৮৬.৭২%
নাই
অত্র বিদ্যালয়টি ১৯৭২ প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ছাত্র, ছাত্রী সংখ্যা উন্নত থেকে উন্নতির দিকে ধাবিত হয়েছে। শিক্ষার মান সন্তোষ জনক এবং প্রতিবছর পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষ জনক।
মহাবিদ্যালয় পর্যায় উন্নতি করন।
কদমতলী বাজারের সাথে সংলগ্ন উপজেলা সদর হতে ৭ কিঃ মিঃ দূরে অবস্থিত। যাতায়তের জন্য রয়েছে গাড়ি, মটোরসাইকেল, অটোরিক্সা, ভেন, ইত্যাদির মাধ্যমে বিদ্যালয়ে আসা যায়।
s.s.c-------------------------A+ ৬জন
2013s.s.s------------------A+৪ জন
j.s.c--2011--------------------A+১ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস