উক্ত কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের অন্তর্গত কাশতলা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি উপজেলা সদর হতে ১০ কিঃ মিঃ দূরে অবস্থিত। বিদ্যালয়টির এক পাশে একটি কমউনিটি ক্লিনিক আর এক পাশে আছে ঈদগাহ মাঠ এবং একটি বড় পুকুর । বিদ্যালয়ের উত্তর পাশ্বে আছে শ্যষ শ্যামল ধান ক্ষেত মনোরম পরিবেশ ।
বিভিন্ন সময় অনেক সুবুদ্ধিভান লোকদের হতে জানা গেছে যে এই গ্রামের গোসল ও পানির খুব অভাব ছিল। তাই তখন সিদ্ধান্ত নিল পুকুর খোরা আর পুকুর এর মাটি চার পাশে জমিতে ভরাট করা হল। মাটি ভরাট করার পর অত্রগ্রামের লোকজন একটি ঈদগাহ মাঠ নির্মান করেন। আর এক পাশে স্কুল নির্মান করে। কতিপ্রয় কিছু জ্ঞানি মান ব্যাক্তির উদ্দোগে এই বিদ্যালয়টি নিমিত হয়। বিদ্যালয়ের ভূমি দাতা হাজী আজমত আলী আহসান । তার কৃতিতের কথা আমাদের সরনীয়। ১৯১৭ খ্রিষ্টাব্দে একবাসীর সাহায্যে বিদ্যালয় নিমাণ কর হয়। এটি জাতীয় করন করা হয় ১৯৭৩ সনে ।
ক্রমিক নং | নাম | পদবী |
1. | আলহাজ মোঃ নুরম্নল ইসলাম | সভাপতি |
2. | মোঃ আনিছুর হোসেন | সহ- সভাপতি |
3. | মোঃ আঃ লতিফ | সদস্য |
4. | মোঃ আঃ ছাত্তার | সদস্য |
5. | মোঃ তুলা মন্ডল | সদস্য |
6. | মোঃ মুক্তার আলী | সদস্য |
7. | মোছাঃ শাহিনুর আক্তার | সদস্য |
8. | মোঃ শামিম | সদস্য |
9. | রীনা রানী আর্য্য | সদস্য |
10. | মাহবুবা নার্গিস | সদস্য |
11. | মোঃ আবু সাইদ | সদস্য সচিব |
২০০৯--------------------------১০০%
২০১০----------------------------১০০%
২০১১----------------------------১০০%
২০১২---------------------------১০০%
২০১৩----------------------------১০০%
২০০৪ সনে ট্যালেন্টপুলে ১ জন, ২০০৫ সনে ট্যালেন্টপুলে ৪ জন, ২০০৬ সাল ট্যালেন্টপুলে ৫ জন, ২০০৭ সালে সাধারন বৃত্তি ১ জন,
নাই
বিদ্যালয়টি একটি আদর্শ ও মডেল বিদ্যালয় হিসাবে গড়ে তুলতে সচেষ্ঠা থাকা বিদ্যালয়টিতে ১ টি শহীদ মিনার নির্মান করা বিদ্যালয়ের দেয়াল করা ছাত্র/ছাত্রীদের মধ্যে ভাল শিক্ষাদান করা ও মানুষ গেড় তুলা ।
কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় , পোঃ কদমতলী, উপজেলাঃ ঘাটাইল, জেলাঃ টাঙ্গাইল ।
এখানে ভেন, রিক্সা, অটো-রিক্সা, মটোরসাইকেল ইত্যাদির ম্যাধমে আসাযায়।
আছে মোটামুটি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস