ফুলবাড়ী মানাজি সঃ প্রাঃ বিদ্যালয় ঘাটাইল উপজেলাধীন ফুলবাড়ী গ্রামের কেন্দ্রস্থলে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়। মনোরম প্রাকৃতিক পরিবেশে বৃক্ষরাজিতে সুশোভিত, ছায়া সুনিবিড় পত্র পল্লবে আচ্ছাদিত শিক্ষার মহান ব্রতে নিবেদিত এক মহান প্রতিষ্ঠান। শুরুতে এলাকার গণ্যমান্য, হিতৈষী ও জনকল্যান নিবেদিত প্রাণ ব্যাক্তি বগ কতৃক প্রতিষ্ঠিত হলেও পরবতিতে জাতীয় করনের মধ্য দিয়ে উত্তরোত্তব উন্নয়ন সুচিত হয়। বিদ্যালয়ে একটি পুরাতন চিনশেট ভবন সহ একটি দ্বিতল ভবন রয়েছে। বিদ্যালয়ের সম্মুখে স্বল্প পরিসরে খেলার মাঠ ও মসজিদ বিদ্যালয়ের সৌন্দয কে বহুগুণে বৃদ্ধি করেছে। বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা সাত। বিজ্ঞ পরিচালনা কমিটির তত্ত্বাবধান, সুযোগ্য শিক্ষক মন্ডলীর আন্তবিকতা ও অভিভাবক মন্ডলীর সাবিক সহযোগিতায় বিদ্যালয়ের ফলাফল উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় ইতেমধ্যে বিদ্যালয়টি একটি আদশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
ফুলবাড়ী ও মানাজি পাশাপাশি দুটি গ্রাম হলেও বিভিন্ন আচার-অনুষ্ঠান, রীতি-নীতি, ধমীয় মূল্যবোধ ও ঐতিহ্য একই। তাই দুটি গ্রামের নামানুসারে ফুলবাড়ী মানাজি সঃ প্রাঃ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গ্রাম দুটির হিতৈষী ব্যাক্তি বগ এলাকায় জ্ঞানের শিখা প্রজ্বলন করার উদ্যোগ গ্রহন করেন। তাদের প্রচেষ্ঠা ও সহযোগিতায় প্রাথমিকভাবে গ্রামের কচিকাচা ছেলে-মেয়েদের নিয়ে বাশেঁর চাটাইয়ের বেড়া ও ছনের ছাউনী সম্বলিত ছোট্ট সাবেকি ঘরে গ্রামের সচেতন ব্যাক্তির পাঠদানের মধ্য দিয়ে হাত খড়ি দেয়া শুরু হয়।
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
1. | মোঃ আছাদুল ইসলাম | সভাপতি |
|
2. | মোঃ আঃ রাজ্জাক | সহ-সভাপতি |
|
3. | মোঃ মোশারফ হোসেন | সদস্য |
|
4. | মোঃ আঃ খালেক খান | সদস্য |
|
5. | শেফালী আক্তার | সদস্য |
|
6. | শাহিনুর বেগম | সদস্য |
|
7. | বেদেনা বেগম | সদস্য |
|
8. | মোঃ রোস্তম আলী | সদস্য |
|
9. | মোঃ শফিকুল ইসলাম | সদস্য |
|
10. | মোঃ মতিয়ার রহমান | সদস্য |
|
11. | মোঃ আজহারুল ইসলাম | সদস্য-সচিব |
|
ক্রমিক নং | পরীক্ষাথী | উত্তীন | পাশের হার | মন্তব্য |
২০০৯ | ৩৫ | ৩৫ | ১০০% |
|
২০১০ | ৪৭ | ৪৭ | ১০০% |
|
২০১১ | ৩৪ | ৩৪ | ১০০% |
|
২০১২ | ৩৬ | ৩৬ | ১০০% |
|
২০১৩ | ৩৬ | ৩৬ | ১০০% | ৩ টি বৃত্তি লাভ |
নাই।
এলাকার ৬+ বয়সী সকল শিশুদের বিদ্যালয়ে ভতি নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তঃ প্রাথমিক ফুটবল প্রতিযোগীতা ২০০৯ এ ইউনিয়ন পযায়ে রানাস আপ ও ২০১৩ সালে উপজেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অজন করেছে। আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বরাবরই ইউনিয়ন পযায়ে প্রথম এবং উপজেলা পযায়ের প্রতিযোগিতায় সন্তোষজনক সাফল্য অজন। অধিকন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা ২০১৩ এ ৩ তিন টি সাধারন গ্রেড বৃত্তি লাভ ও বিভিন্ন শ্রেণীতে আরও ৩ তিন টি বেসরকারি বৃত্তিলাভ।
আগামী ৫ বছরের মধ্যে বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিনত করার এক সুদুর প্রসারী পরিকল্পনা রয়েছে।
বিদ্যালয়ে আসার জন্য রয়েছে ভ্যান, অটো রিক্সা, মটোর সাইকেল ইত্যাদি ।
আছে মুটা মুটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস