ফসল ভরা সুবিশাল মাঠ আর বিলের কোল ঘেষে ৪৮ শাতংশ জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি। সীমানা প্রাচীর বিহীন একটি পুরানো অকেজো ও দুকক্ষ বিশিষ্ট ফ্যাসালিটিজ ভবন, পিডিপি-২ও৩ এর আওতায় ৫ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন রয়েছে। পানীয় জলের সুব্যবস্থা না থাকলেও ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে একটি শৌচাগার। বর্তমান শিক্ষক সংখ্যা ৬ জন হলেও একজন অন্য বিদ্যালয়ে পদায়নে বিদ্যালয়ে যাতায়াতের নেই সুব্যবস্থা। ভবন ও আসবাপত্রের অপ্রতুলতার মধ্যেও বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। উক্ত বিদ্যায়টি টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল উপজেলার ৭ নং দিগড় ইউনিয়নের ছামনা গ্রামে অবস্থিত।
এলাকার গণ্যমান্য ব্যাক্তি দের সার্বিক সহযোগীতায় ১৯৩৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন বেসরকারী বেসরকারী থাকার পর বিদ্যালয়টি ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়। তখন পদ সংখ্যা ছিল ৪ টি। সরকারি করনের পর একটি পাকা ভবন নির্মিত হয়। ১৯৮৭ সালে ২ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন ও ২০০৬ সালে এল জি ইডি কতৃর্ক নির্মিত ভবন নির্মিত হয়। ২০১৩ সালে পি.ডি.পি ৩ এর আওতায় ৩ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মিত হয়। পি.ডি.পি ২ এর অধীনে একটি ভবনের সাথে বিদ্যালয়ের দুটি নতুন শিক্ষক পদ সাথে বিদ্যালয়ে সৃষ্টি হয় ।
মোট সদস্য ১৩ জন।
মোঃ আরশেদ আলী আকন্দ (সভাপতি)
মোঃ মাসুদ রানা ( সহ-সভাপতি)
মোঃ আজমত আলী( দাতা সদস্য)
ফাতেমা আক্তার (শিক্ষক প্রতিনিধি)
আরো অনেক
পাবলিক ফলাফল ১০০%
২০১২ সাধারণ গ্রেডে একজন ছাত্রী বৃত্তি প্রাপ্ত হয়েছে।
আমাদের স্কুলের পাশে দেওয়াল ও ছাত্র ছাত্রীদের আর্দশ মানুষ হিসাবে গড়ে তুলা।
ব্রাক্ষণশাসন থেকে প্রায় ২ কলোমিটার দুরে অবস্থিত । এখানে যাতায়তের জন্য রয়েছে রিক্সা, অটোরিক্সা, ভেন ইত্যাদি। কাঁচা রাস্তা।
মোট ২০ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস