অত্র কলেজটি ১৯৯৮ সালে স্থাপিত হয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষাদানের মাধ্যমে ভূমিকা পালন করে আসছে।
এলাকার জনসাধারনের প্রচেষ্ঠায় মরহুম আহাম্মদ আলী সাহেব কর্তৃক দাকৃত মাদ্রাসা কমিটি নারী শিক্ষার প্রয়াসে এলাকার ব্যাপক চাহিদা ও জনসাধরনের অনেক দিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য ব্রাক্ষণশাসন মহিলা কলেজটি স্থাপন করেন।
বর্তমানে ১১(এগার) সদস্য বিশিষ্ট গভণিংবডি কলেজ পরিচালনার দায়িত্ব পালন করছেন।
২০১১--------------------------৪৬%
২০১০---------------------------৫৭%
২০০৮--------------------------৬৮%
২০০৭-----------------------------৭১%
বর্তমানে ৪০% শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে আসছে।
আমরা লেখাপাড়া থেকে ঝরাপড়া কিছু মেয়েদের শিক্ষিত করে তুলতে পারছি।
ভবিষৎতে নারী শিক্ষা প্রসারে একটি যগোপযোগী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।
ব্রাক্ষণশাসন মহিলা মহাবিদ্যালয়, ডাকঘরঃ জাহিদগঞ্জ, উপজেলাঃ ঘাটাইল, জেলাঃ টাঙ্গাইল
ই-মেইলঃ- bshahsoncollege@gmail.com
আছে মুটামুটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস